Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি, ঐতিহ্য

 

                                       ভাষা ও সংস্কৃতিঃ-

ভাষা ও সংস্কৃতিতে এ উপজেলাটি বহুকাল পূর্ব হতে সমৃদ্ধ ছিল। প্রখ্যাত মৎস্য বিজ্ঞানী আবুল কালাম মোহাম্মদ আমিনুল হক, মরহুম কবি আজহারুল ইসলাম, কবি ও পুঁথি সাহিত্যিক মরহুম আঃ রহিম মুন্সী ওজাতীয় ক্রীড়াবিদ ও বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার বকুল এ উপজেলায় জন্মগ্রহণ করেন।

 

 

 

                                     উপজেলার ঐতিহ্যঃ-

গ্রাম বাংলার প্রসিদ্ধ গাজী কালু ও চম্পাবতি পুঁথি সাহিত্যের রচয়িতা সুনামধন্য পুঁথিকার ও সাহিত্যিক মরহুম আঃ রহিম মুন্সীর জন্মস্থান এ উপজেলার গলাচিপা গ্রামে। কুড়িঘাট বধ্যভূমি, ঐতিহ্যবাহী রামান্দের বাড়ী, গাংগাটিয়া জমিদার বাড়ী, ইংরেজ সাহেব বাড়ী ও নীল কুটি প্রসিদ্ধ স্থাপনা। তাছাড়া আদি ব্রহ্মপুত্র নদে হিন্দুদের জন্মাঅষ্টমী ও অষ্টমী মেলার জন্য এ জনপদটি প্রসিদ্ধ।